কলকাতা
আমার শহর কলকাতার
সমস্যা অনেক,
নাগরিক পরিষেবায় দীন হীন,
তবুও তো এ আমারি শহর ।
আমার জন্ম এখানেই,
এখানেই বড়ো হওয়া,
এখানেই আমার যৌবন,
একে ঘিরেই আমার সব উন্মাদনা,
উত্তেজনা আবেগ।
তবুও আজ কষ্ট পাই,
যদি কারো যন্ত্রণা
চোখের জল হয়ে নেমে আসে,
ভিজিয়ে দেয় পথের ধূলো।
কল্ললিনী তিলোত্তমা আজ
অমর্যাদা আর আতঙ্কের কালিমা মেখেছে।
তার সৌন্দর্য আর সৌভাগ্য ক্ষয়প্রাপ্ত ।
তবুও এ আমার প্রাণ স্পন্দন ।
একে ঘিরেই আমি এখনও স্বপ্ন দেখি।
ভাল থাকার, ভাল রাখার,
বেঁচে থাকার বীজ বুনি।
আমার শহর ...
তুমি ভালো থাকো, ভালো রাখো,
ভালোবাসা নিয়ে বেঁচে থাকো ।
Comments