ভালো থেকো
আজ রাতের আঁধার
আমার ঝাপসা চোখের তারায়,
তোমাকে হারিয়ে মন যেন
মরুদ্যান হীন মরীচিকা।
কেন এলে
না যাওয়ার ফাঁকা প্রতিশ্রুতি
আর অনেক আবেগ নিয়ে?
আমি সহজাত নিঃশ্বাস দিয়ে
চিনতে চাইলাম তোমার ঘ্রাণ।
চিনতে পারলাম না,
বোঝার অনেক আগেই
সরে গেলে তুমি
অচেনা অজানা অন্ধকারে
আমার বোধের বিপ্রতীপে।
কষ্ট হবে জানি,
তবুও বলব,
তুমি ভাল থেকো।
Comments