কৃষ্ণচূড়া রাধাচূড়া মেতেছে
রঙ মিলন্তির খেলায়।
হারিয়েছে অনেক,
তবুও মেতেছে প্রেমে।
কথা শুনেছে অনেক,
তবুও ভালোবেসেছে।
দুটো প্রাণ মিলে মিশে গেছে,
ভালোবেসে হারিয়ে গেছে।
আকাশের কালো মেঘেরা
ঝরে পড়েছে অঝোরে,
ছিঁড়েছে অনেক ফুল,
ভেঙ্গেছে অনেক ডাল।
তবুও দুজনে
প্রেমের জোয়ারে ভেসে গেছে
অনাদি কালের
হৃদয় উৎস পথে।
মহায়ণ
মহায়ণ ****** পান্ডবদের নগর রাজ্য হস্তিনাপুরে রাক্ষসেরা সুখে সেথায় বলাৎকার করে। তাহাদের অস্ত্রাগুরু দ্রোনাচার্য বুড়ো বালেতে মশলা মাখে কুকমীর গুঁড়ো। আকাশের প্রেক্ষাপটে ...
Comments