কোথায় কোথায়
খুঁজে ফিরলাম তোমাকে।
পাহাড় - বন - সমুদ্রে,
নদী - মরু - জলায়।
দিশাহারা তৃষ্ণা ভরা,
ক্ষুধিত পাষাণ এই জীবনে
অবশেষে পেলাম।
পাথর ফেটে খন্ড বিখন্ড করে
বেরিয়ে এলে,
মুখের হাসি, প্রাণের সুধায়,
ছড়িয়ে গেলে
দেহ - মনের অতীতে।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি