তিলোত্তমা

প্রকৃতি সাজিয়ে তুলেছে তোমায়,
গড়েছে তিলোত্তমা
অপরূপ রূপের ডালায়।

চোখে তোমার বর্ষার
মাটি ভেজানো স্নিগ্ধতা,
কালো মেঘের কাজল মাখা
হরিণী পল্লব তারায়,
মায়াবিনী মূর্ছনা।

চুলে তোমার আলো - আধাঁরি রাতের
তারা খসার উৎসব।
দেহ বেয়ে নেমে আসে
চাঁদের স্নিগ্ধ আলো।

ঝরণার জলও তোমায় দেখে
পথ ভুলে যায়,
সময় যেন স্তব্ধ হয়ে আসে।

চাহনিতে অর্বুদ কোটি প্রাণ
জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়।
তবুও নিশ্চিত মরন উপেক্ষা করে
নিথর নিস্তব্ধ হয়ে চেয়ে থাকি...

রূপমুগ্ধ পতঙ্গের মতো
আগুনের লেলিহান শিখায়
ঝাঁপ দেওয়ার চরম প্রতীক্ষায়।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি