Mohon Bagan

Eta Amar lekha noy..

জনমেজয় কহিলেন, "মহর্ষে, আপনি কহিলেন, কলিযুগে মোহনবাগানী নামক এক অদ্ভুত জীবের প্রাদুর্ভাব হইবে। ইহারা পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া কী করিবে, তাহা জানিতে বড় কৌতূহল জন্মাইতেছে। আপনি অনুগ্রহ করিয়া সবিস্তারে বর্ণন করুন।"
বৈশম্পায়ন কহিলেন, "হে নরবর, আমি এক্ষণে সেই বিচিত্রবুদ্ধি, স্বার্থপর, পলায়নকুশলী এবং সদাপরাজিত মোহবাগানীদের আখ্যাত করিব। আপনি শ্রবণ করুন। বর্ণনার সুবিধার্থে আমি ইহাদের এক্ষণ হইতে মাচা বলিয়াই উল্লেখ করিব।"
"যাহারা কর্মক্ষেত্রে প্রভাতে মুড়ি খাইয়া কার্য্য শুরু করিবে, অপরাহ্নে ময়দানে ঘাস কাটিবে এবনফ সায়াহ্নে অফিসিয়ালদের গালিদানপূর্বক আপনার কর্ম সম্পাদন করিবে, তাহারাই মাচা। যাহাদের শৈশব উত্তর কলিকাতার নিষিদ্ধপল্লীতে, যৌবন লোমবাগানে, অকালবার্ধক্য চুল্লুর ঠেকে, তাহারাই মাচা"।
"কতিপয় মাচা 'অর্কুট এবং 'ফেসবুক' নামক জনসংযোগকারী মাধ্যমে দিনে রাতে রাজা উজির মারিবে, এবং আপনমনে "নুচি এবং নঙ্কা সহযোগে আলুপোস্ত কত সুস্বাদু" তাহার বিষয়ে, ও বর্ধমান এবং বাঁকুড়ার ফুটবলের কীভাবে উন্নতি সাধন করা যায়, তাহা লইয়া অন্য মাচার সহিত দীর্ঘ দূরভাষ আলাপ চালাইবে।"
"দূর্গার ন্যায় ইহাদেরও প্রচুর হাত থাকিবে, এবং অধিকাংশ হাতই 'অজুহাত' বলিয়া গণ্য হইবে। কখনো উপযুক্ত খেলোয়াড় নির্বাচনের ব্যর্থতায়, কখনো প্রশিক্ষক নির্বাচনের ব্যর্থতায়, কখনো ইহাদের অপগন্ড কর্মকর্তাদের ব্যর্থতায়, ইহারা সম্বৎসর বিভিন্ন রকম অজুহাত প্রদান করিতে সিদ্ধহস্ত হইবে। কভুবা খেলোয়াড়দিগের চোট আঘাত, কভুবা কর্মকর্তাদের স্ত্রী দের সন্তানসম্ভবতা, ইত্যাদি বিভিন্ন অজুহাতে ইহারা খেলিতে অস্বীকার করিবে।"
"ভো নৃপতি, আরো শ্রবণ করুন, কভুবা রণক্ষেত্রে পরাজয়ের সম্ভাবনা দেখিলে ইহারা তৎক্ষণাৎ পৃষ্ঠ প্রদর্শন করিবে। পলায়নের সময় ইহাদের পৃষ্ঠে অসংখ্য রক্ত-হরিদ্রাভ পাদুকার চিহ্ন প্রস্ফুট হইবে। তাহার পর, ইহারা উৎকোচ প্রদানের মাধ্যমে মূলধারায় ফিরিয়া আসিতে সক্ষম হইবে, এবং পুনরায় যঃ পলায়তি সঃ জীবতি নীতিবাক্য অবলম্বন করিবার চেষ্টা চালাইবে।"
"হে রাজন, যাহাদের কর্ম পত্রলিখনে, ধর্ম অনুশীলনে, এবং অর্থ ইহাদের হস্তীসদৃশ সভাপতির কোষাগারে থাকিবে, তাহারাই মাচা। ইহাদের ক্রীড়াতে অসংখ্য ভ্রান্তি, চুক্তিপত্রে অজস্র মিথ্যাচার এবং নজর সর্বদা অন্য দলের উন্নতমানের খেলোয়াড়দিগের প্রতি নিবদ্ধ থাকিবে। ফলস্বরূপ, ইহারা সাপোর্টারদের নিকট গালি, এবং আই এফ এ র নিকট অর্ধচন্দ্র খাইবে।"
"যাহারা কর্মে মনোমধ্যে এক, দলগঠনে অর্ধেক, ময়দানে এক চতুর্থাংশ এবং সাফল্যে অদৃশ্য, তাহারাই মাচা। যাহারা বাক্যে আপনার ক্লাবে এক, খেলোয়াড়দের সম্মুখে দশ, স্পনসরারের নিকট শত, এবং সাপোর্তারদের সম্মুখে সহস্র, তাহারাই মাচা। যাহারা নিজেদের ফিফা'র নিকট ফুটবল ক্লাব, প্রতিপক্ষের নিকট ফুটবল বিধাতা এবং সমাজের নিকট 'ন্যাচনল কেলাব' প্রতিপন্ন করিবার বিষয়ে সদা যত্নবান থাকিবে, তাহারাই মাচা"।
"মাচাদের কস্মিনকালেও বিদেশযাত্রা ঘটিবে না, এবং সেই বিপর্যয়কে ইহারা 'চক্রান্ত' বলিয়া জনসম্মুখে প্রদর্শন করিবে। মাচাদের ট্রফি জয় ঘটিবে না, সেই বিপর্যয়কে ইহারা আই এফ এ র ষড়যন্ত্র বলিয়া প্রদর্শিত করিবে। মাচাদের কিছুই হইবে না, এবং ইহাকে মাচারা "পরবর্তী বৎসরে ফাটাইয়া দিব" বলিয়া ভুলিয়া যাইবে। মাঝে মাঝে ইহারা নিজ ময়দানে 'ফাংশন' এর আয়োজন করিয়া সহস্র মূদ্রার বিনিময়ে কিছু ছাগশিশুকে ঘাস পাতা খাওয়াইবে, কোন তৃতীয় শ্রেণীর মূলধারা হইতে প্রত্যাখ্যাত গায়ক কে দিয়া দর্জীর কাজ করাইবে, এবং শত শত মাচা ফাংশন সমাপ্তে "জয় মোটুদা' বলিয়া উদবাহু নৃত্য করিবে।"
জনমেজয় কহিলেন, "হে মুনিবর, মাচাদের জয় হউক, আপনি অন্য প্রসঙ্গ আরম্ভ করুন"।

Eta Amar lekha noy.

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি