হলুদ চালের ভাত

হলুদ চালের ভাত © রাজেন্দ্র
______________

আমার ঈশ্বর
যেন আমারই মতো,

সংখ্যা আর রঙের বাক্সেরা
ইচ্ছেমতন বদল করে হাত।

বন্ধ্যা মাটিও যে
বারবার হয় রজস্বলা।

ডুবে থাকা কবিতার রসে
কবিরা বারবার হেরে গেলেও,

কবিতা হারে না কখনো,

যেন অনেকদিন পরে,
একটু ফুটিয়ে খাওয়া,

মায়ের হাতের ঘিয়ে মাখা,
হলুদ চালের ভাত ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি