কবিতা গুচ্ছ 30.05.2018

[30/05 19:49] রাজেন্দ্র:

সময়ের নিরিখে
সকলেই চলেছে
এগিয়ে

পরমের পথে

গতি মন্থর হোক
বা দ্রুত

যায় কিছু আসেনা তাতে

@ রাজেন্দ্র

[30/05 19:49] রাজেন্দ্র:

ঊষ্ণতারাও
কখনো কখনো

অতলান্তিক হতাশায়
হারিয়ে যায়

শীতলতার গভীরে

@ রাজেন্দ্র

[30/05 19:49] রাজেন্দ্র:

বিশ্বাসের জন্ম আছে

আছে তার বড়ো হয়ে ওঠা

আবার তার ভেঙ্গে পড়াটাও একান্তই নশ্বর

একমাত্র ব্রহ্মই জানেন

কে ভালোবাসার ঈশ্বর

@ রাজেন্দ্র

[30/05 19:49] রাজেন্দ্র:

শব্দেরা আমার
ঘুরপাক খাচ্ছে

রোটেশনাল ডাইনামিক্সের
নিয়ম ভেঙ্গে

@ রাজেন্দ্র

[30/05 19:49] রাজেন্দ্র:

হাঁটি হাঁটি পায়ে

এগিয়ে চলে অবুঝ মন

ভালোলাগা কেই

ভালোবাসা ভেবে

@ রাজেন্দ্র

[30/05 19:49] রাজেন্দ্র:

কোনটা গদ্য

কোনটা কবিতা

কোনটা বাক্য

কোনটা যে আসলে কি

তার বিচার করবার দায়ভার কার ? কাদের ? এবং কতখানি ?

বুঝেছি এটাই

তারা এখনকার
বাংলা ভাষার ঈশ্বর

যদিও তেনারা কেউ

জ্ঞান পীঠ
একাডেমী পুরস্কার
বা নোবেল

কোনোটাই পাননি

@ রাজেন্দ্র

[30/05 19:49] রাজেন্দ্র:

একটা সমুদ্র আঁকতে চাই

নীল কস্তুরী মৃগনাভি সুবাসিত

আতপের স্বাদ মিশ্রিত

এক জলপরীর চোখের গভীরে

হারিয়ে যেতে যেতে

@ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি