ভালো হোক
ভালো হোক - রাজেন্দ্র
-----------------------------
একলা দাঁড়িয়ে থাকা গাছটার
ঝরে পড়তে থাকা পাতার মতো
তুমি এখনও হয়তো
বিশ্বাস করো না আমায়
ধূলোর মত পায়ে জড়িয়ে থাকা
আমিও বা কেমন করে
জোর করে মনের সব কথা
বোঝাব তোমায়
তোমার চাঁদের মতো
জোয়ার ভাঁটার টানে
রামধনুর রঙমাখা
পাগল আমি
কত বলি অকথা কুকথা
বুকের চারপাশের
অনেকটা জুড়ে
লেপ্টে আছে ব্যথারা
আর আছে জমে
চোখের কোণের পাশে
বিন্দু বিন্দু জল
দেখতে কি পাওনি
একবারও ওদের
দোদুল্যমান টলমল
বাতাসের দোলায়
ভাসতে ভাসতে
শিশিরের হাত ধরে
পলাশেরা আসে নেমে
তোমার আমার
পায়ে চলা রাঙা পথের ধারে
সুবাসিত আবীর মাখা ঘামে
ভোর রাতে বেজে ওঠে
বাউলের একতারাও
কানে কানে
সাঁঝের আলোয়
শেষবারের মতো
দেখেছিলাম তোমার
ছলছল চোখ
বুকে টেনে গভীর চুমু দিলাম
আর
কানে কানে বলে এলাম
"ভালো হোক"
- রাজেন্দ্র
২৭ ফেব্রুয়ারী ২০১৮
Comments