উপেক্ষার অপেক্ষায়
এক
একটু একটু করে
দ্রাঘিমা ঘেঁষে খুঁটতে খুঁটতে
জুড়ে ফেলেছি সুমেরু কুমেরু
একটা আস্ত সরলরেখায়
তোমার উপেক্ষার অপেক্ষায়
সময় দিতে দিতে
দুই
পায়ের গোড়ালি ফেটে
কেমন করে রক্ত ঝরে পড়ে
তা তোমার মুখ মোছার টিস্যু
জানতে বুঝতে যুগ কেটে গেছে
ঝরে পড়ে গেছে গোলাপ কাঁটা
বেয়নেটের ধারে অগুনতি বার
তোমার পায়ের নখে আনত হয়ে
— রাজেন্দ্র
Comments