পর্ণমোর্চী

পর্ণমোর্চী
- রাজেন্দ্র
---------------

বিবর্ণ মৃত উৎকন্ঠাহীন
পর্ণমোর্চীর মতো ঝরে পড়ে
ঋতুকালীন বিষণ্ণ হতাশারা
আসন্ন মেঘের আল্পনায়

রূপকথার নবজন্ম আশে
ভালোবেসে ফুটে ওঠে ফুল
রেণুমাখা পাপড়ির ভাঁজে
সুবাসিত কাজল কল্পনায়

আর গতানুগতিক লাঞ্ছিত
ভালোবাসার স্বপ্ন বুনে
ঘুমিয়ে পড়েন ঈশ্বর
বুনো পাখির পালকের ওমে

৫ জানুয়ারী, ২০১৮, মালদা

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি