নতুন বছরের শুভেচ্ছা
দেওয়ালের মরচে ধরা
হুক থেকে সরে গেলো
আরো একটা পুরানো ক্যালেন্ডার
রইলো পড়ে ঘটনার ঘনঘটা
ভালো মন্দ কোলাজে মিলে
ভালোবাসা ভয় ঘৃণা
আর পাপ পূণ্য বোধ যত
পুরানো কাঁটার সময়ের ফাঁকে
মিলেমিশে ওরা
রয়ে গেলো একসাথে
মুহুর্ত আবেগের মোমবাতি মিছিলে
@ সকলকে নতুন বছরের শুভেচ্ছা
@ ভালো থাকুন - রাজেন্দ্র
Comments