বিচিত্র চিত্রকথা

শুন শুন গৌড়বাসী শুন দিয়া মন
বারেন্দ্র ভূমি দপ্তর কথা করিব বর্ণন

( সকলে সমস্বরে - "আহা করিব বর্ণন" )

দপ্তরটি ভূতের বাড়ি দেখি লাগে ভয়
কড়িকাঠে কলম খসে প্রাণে সংশয়

( সকলে সমস্বরে - "আহা প্রাণে সংশয়" )

দপ্তরের বড়ো সাহেব সদাশয় মতি
সাঁঝবাতি জ্বলি গেলেই পানে উদার অতি

( সকলে সমস্বরে - "আহা পানে উদার মতি" )

সিগারেটে প্রদীপ জ্বলে সলতে রোজ খালি
চিত্রগুপ্ত খাতায় লেখা লক্ষীর পাঁচালি

( সকলে সমস্বরে - "আহা লক্ষীর পাঁচালি" )

আর আছেন এক "কুরুম" নাম না কহিব
চশমা আঁটা বুড়োভাম শিয়াল বলিব

( সকলে সমস্বরে - "আহা শিয়াল বলিব" )

আজন্ম আজীবন গৌড় বাসী তিনি
ঘরের খেয়ে আপিস করেন চা এ নেই চিনি

( সকলে সমস্বরে - "আহা চা এ নেই চিনি" )

চাকরি আর পদোন্নতি কোটার কোটায়
ফেভি কুইকে কাটেন বদলি তেলের জমানায়
 
( সকলে সমস্বরে - "আহা তেলের জমানায়" )

খেয়ে দেয়ে কাজ নেই শুধু আঙলিবাজি
খুঁচিয়ে ঘা ভালোবাসেন ধড়িবাজ পাজী

( সকলে সমস্বরে - "মহা ধড়িবাজ পাজী" )

নিজে যখন ব্লকে ছিলেন বাঁধতেন আঁটি
উপরতলায় তেল দিতেন ঘানির সরষে খাঁটি

( সকলে সমস্বরে - "আহা বাঁধতেন আঁটি" )

কলিকালে সব চলে, চলে অপগন্ড
একটা চিঠি লিখতে বসে শব্দ লন্ডভন্ড

( সকলে সমস্বরে - "আহা শব্দ লন্ডভন্ড" )

এরাই আছেন দপ্তর জুড়ে এরাই শেয়াল রাজা
আমরা শুধু রাম খাবো সাথে অন্ড ভাজা

( সকলে সমস্বরে - "সাথে অন্ড ভাজা" )

ব্লক মানে বাঁশঝাড় এ কাকে বোঝাই
দিনভর কাজ করে সাঁঝে বারে যাই

( সকলে সমস্বরে - "সাঁঝে বারে যাই" )

তিন বছর কেটে গেলো ব্লকে চরে চরে
মূল্যায়নের সময় হলো এবার ফিরবো ঘরে

( সকলে সমস্বরে - "এবার ফিরবো ঘরে" )

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি