অপদার্থ ABP

আধপেটা কাঙালী _ রাজেন্দ্র
----------------------
সবাই বলে
সর্দি হওয়া ভালো না

মাথা ভার করে

নাক দিয়ে জল ঝরে

ঘুম হয়না ভালো

সাথে হাঁচি আর কাশি হলে
তো একেবারে পোয়া বারো

তবুও আমার মনে হয়
এই ফাঁকে অনেক কিছুর থেকে
দূরে সরে থাকা যায়

মানুষজন লাগে না ভালো
নাকিসুরে কথা কম বলা যায়

মনে হয়
নির্জনে একলা বসে থাকি

কিংবা
সবুজ ঘাসে
খোলা আকাশে
বর্ষার মেঘের নীচে
বুক পেতে শুয়ে থাকি

এই সময় খেতে ভালো লাগে
জিভ থেকে জল ঝরানো ঝাল

আর বর্ষার শুরুতে
শেষ হয়ে আসা গরমে
একটু টক ডাল

না না
ভোজনরসিক নই

নই আলুভাতে ঘি মাখা
ইলিশ ভাপা বাঙালী

আমার দরজার সামনে এসে
কতবার ঘুরে ফিরে মরে গেছে
ফুটপাতে শুয়ে থাকা
আধপেটা কাঙালী

আমি কি করতে পেরেছি তার

জানি
আজ অবদি কারো কাজে
লাগেনি অপদার্থ "আমি" টা

যখন যার যতটুকু দরকার

তাই সর্দি লাগিয়ে চাদর মুড়ে
চুপ করে শুয়ে থাকাই ভালো

আর ভালো লাগছে না
শহর জুড়ে এত ঝাঁ চকচকে
শপিং মলের আলো

@ রাজেন্দ্র / ২৫ | ০৬ | ২০১৭

(রবিবারের রথযাত্রার দিনে)

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি