Md Sazzadul Hoque
ইসলাম ত্যাগ করলাম....!!!! প্রাণ খুলে নিশ্বাস নিলাম..!!! আজকের দিনটার জন্য আমি চার বছর অপেক্ষা করেছি...!!!
আমার কথা হল, আমার কেন ধর্ম পরিচয় থাকতে হবে..! কেন আমাকে মুসলিম হয়ে হিন্দু থেকে আলাদা থাকতে হবে..! কেন আমাকে হিন্দু হয়ে মুসলিম থেকে আলাদা থাকতে হবে..!কেন আমাকে হিন্দু, মুসলিম,বোদ্ধ, খ্রিস্টান সহ এমন হাজারটা ধর্মে ভাগ করা হবে..!! কেন আমাকে জন্মের পর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বুঝিয়ে দেয়া হবে মুসলিম মুসলিম ভাই ভাই,অন্যরা শত্রু, কেন..? আমার দোষটা কি...? কেন আমাকে জন্মের পর থেকে আলাদা করা হবে নানানভাবে..? আমি মানি না এই ধর্মীয় প্রথা...!!!
আমি মানুষ..! এর থেকে বড় পরিচয় আর হতে পারে না..!
.
এছাড়াও ধর্ম ত্যাগ করার ২টা কারণ আছে...!!
.
প্রথমত আমার ব্যক্তিগত দর্শন, চিন্তাশক্তি এবং যৌক্তিকতা দিয়ে কোন ভাবেই আমি সৃষ্টিকর্তার অস্তিত্ব অনুভব করতে পারি নি...!! আর কোরানের আল্লা সে তো মহা নবীর সৃষ্টি...!! বিশ্বাস করার প্রশ্নই আসে না..!! মানুষ বুঝে না বলে বিশ্বাস করে..!!
.
দ্বিতীয়ত আমার জন্মগত প্রাপ্তি ধর্মীয় গ্রন্থ কোরান পুরোটা আমার কাছে মনে হয়েছে, পাগলামি, ধান্দাবাজি, বদমাশি, মানুষে মানুষে ঘৃণা ছড়ানো, নারী বিদ্ধেষী, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই না..
.
এছাড়াও কোরানে আছে অসংখ্যা ভুল,অসংখ্যা বললে ভুল হবে পুরোটাই ভুল বর্তমান সময়ের জন্য..( প্রমান করবো ) লোকে বলে ১১৪টি সূরা, আমি বলি ১১৪টি ভুল..!!! শুধু কোরান নয়, পৃথিবীর সকল ধর্ম গ্রন্থই ভুল, এইসব ধর্মগ্রন্থের সাথে সৃষ্টিকর্তা যদি থেকেও থাকে তার সম্পর্ক নেই... (প্রমান করবো..)
.
আসলে সব গুলো ধর্মগ্রন্থই কিছু চাতুর্যপূর্ণ মানুষের সৃষ্টি, সহজ সরল মানুষ গুলো বোকার মত বিশ্বাস করছে.. আর জীবনটা ধর্মগ্রন্থের মারপ্যাঁচে ফেলে নষ্ট করছে... মজার বিষয় হলো এই বোকা মানুষগুলোই দাবি করে তারা সৃষ্টির সেরা... হায় রে... কি বোকা কি বোকা... ধর্মগ্রন্থের জন্য মানুষ মারে আবার দাবী করে নিজেরা সেরা..
.
সত্যি কথা বলতে... ধার্মিকরা অসংখ্য কল্পকাহিনী এবং একতরফা ইতিহাসকে ধ্রুব সত্য মনে করে প্রকৃতির সাথে মিশে যায়। জীবনের জন্য এরচেয়ে বড় ব্যর্থতা হতে পারে না।
.
কমেন্ট বক্স খুলে দেয়া হলো.. মুসলিম সহ সকল ধর্মের ভাই ও বোনেরা গালি দিয়ে নেকি কামানোর জন্য.. মুসলিম ভাই ও বোনরা ক্ষমা করবেন,, আপনাদের মিথ্যাবাদী মহা নবীর ভন্ডামি মেনে নিতে পারলাম না... চারটা বিয়ে করার সুবর্ণ সুযোগ গ্রহন করতে পারলাম না...আর ওহির কথা শুনলে হাসতে হাসতে পেট ব্যাথা করে...!! এই লোক নাকি ওহি পেতো,হায় রে, কি বোকাটাই না মানুষকে বানিয়েছিল... সহজ সরল মানুষগুলো অন্ধের মত এই লোকতার ফাঁদে পা দিল... মানুষ গুলোর জন্য কষ্ট হয়, সারাদিন না খেয়ে কি ভালবাসা নিয়েই না রোজা রাখে, অথচ রোজা তাদের কত ক্ষতি করছে, অন্ধ বিশ্বাসের জন্য বুঝছে না। আমার মা সারা দিন স্কুল করে আবার স্কুল শেষে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে কত কষ্ট করেই না রোজা রাখে... কিন্তু এই গুলোর কোন মানে হয় না... না বুঝে কি সব করছে..!! হায়...!!! বুঝাতে গেলে আমি খারাপ...!!
.
যাই হোক... মুসলিমরা ক্ষমা কর..!! পরিবার, আত্নীয়-স্বজন,বন্ধু-বান্ধব আমাকে ক্ষমা করো...!! আমি ধর্মহীন এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি...!!!
Comments