Forgotten Hero
স্মৃতির পাতা থেকে _____
সরকারী ভাবে ঘোষিত নেতাজির মৃত্যু দিবস ১৮.০৮.১৯৪৫ তারিখ। তাহলে প্রায় চার মাস বাদে ২৭.১২.১৯৪৫ তারিখে নেহরু নেতাজি সম্পর্কিত চিঠি লেখেন কি করে তদানীন্তন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলিকে? এই পত্রে নেহরু লিখেছেন “নেতাজি একজন যুদ্ধ অপরাধী, যাকে স্ট্যালিন অনুমতি দিয়েছে রাশিয়ায়। এর দ্বারা প্রমান হচ্ছে মিত্র শক্তির (Allied Force) সাথে, বিশেষ করে ব্রিটিশ ও আমেরিকার সাথে, রাশিয়ার বেইমানি ও বিশ্বাসঘাতকতা, কারণ রাশিয়া মিত্র শক্তির সাথে চুক্তিবদ্ধ। এই বিষয়ে নজর দিন ও যথাযথ ব্যবস্থা নিন।“
নোট - রহস্য আমরা জানতে পারবো না, চিরকাল প্রজন্মের পর প্রজন্ম কৌতুহল থেকে যাবে সাধারণ মানুষের নেতাজি সুভাষ চন্দ্র বোসের অকস্মাত অন্তর্ধান বিষয়ে । কেউ বলে সাইবেরিয়ার কারাগারে মারা গেছেন। কেউ বলে ১৯৪৮ সালে চীনে নাকি তাকে দেখা গিয়েছিল। এ এক বিশাল রহস্য। আমরা সাধারণ মানুষেরা জানতে না পারলেও জানে পৃথিবীর কতিপয় রাষ্ট্রপ্রধান এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু ও প্রথম সারীর আন্তর্জাতিক কিছু সংবাদ সংস্থা। নেতাজি প্রতিষ্ঠিত আই.এন.এ-এর বিপুল সম্পদ, যার পরিমান নগদ ও সোনার গয়না মিলিয়ে প্রায় ১২৫০ কোটি টাকার কোন হদিশ নেই। নিন্দুকেরা বলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু আত্মসাৎ করেছে। আমরা কোনদিন জানতে পারব না আসল তথ্য।
●●●●●●●●●●●●
আজাদ হিন্দ ফৌজ সরকারের সরকারি নাম ছিল "আর্জি-এ-হুকুমত-এ আজাদ হিন্দ" অর্থাৎ স্বাধীন ভারতের অস্থায়ী সরকার। শুনতে উর্দু মনে হলেও আসলে এটি হিন্দুস্থানী ভাষা, যাকে দু টুকরো করে হিন্দি-উর্দুর লড়াই বাধিয়ে দেওয়া হয়েছে।
●●●●●●●●●●●●●●●
সুভাষচন্দ্র বলতেই
===========
সুভাষচন্দ্র বলতেই ‘কদম কদম বাড়ায়ে যা’, সুভাষচন্দ্র বলতেই ‘দিল্লি চলো’, সুভাষচন্দ্র বলতেই ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’...
সুভাষচন্দ্র বলতেই ওটেন সাহেব, সুভাষচন্দ্র বলতেই ‘সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়’, সুভাষচন্দ্র বলতেই আজাদ হিন্দ ফৌজ আর অখণ্ড ভারত, সুভাষচন্দ্র বলতেই ‘দেশে ফিরলে আমি তাকে তলোয়ার হাতে অভ্যর্থনা জানাব’...
সুভাষচন্দ্র বলতেই ‘জাপানিজ কুইসলিঙ’, সুভাষচন্দ্র বলতেই ‘তোজোর কুকুর’, সুভাষচন্দ্র বলতেই ‘আমরা ভুল করেসিলাম, শুধরে নিসসি’...
সুভাষচন্দ্র বলতেই শৌলমারীর রহস্য, সুভাষচন্দ্র বলতেই চিনা প্রতিনিধিদলের একটি শাদাকালো ছবি, সুভাষচন্দ্র বলতেই রাশিয়াফেরত বিজয়লক্ষ্মীর চেপেদেয়া উক্তি (আমি তোমাদের এমন খবর দিতে পারি...), সুভাষচন্দ্র বলতেই ‘নেতাজী এখনও বেঁচে আছেন, নেতাজী ফিরে আসবেন’ ...
সুভাষচন্দ্র বলতেই তাইপের দুর্ঘটনা সাজানো, সুভাষচন্দ্র বলতেই রেনকোজি মন্দিরের ছাইভস্ম যার ডিএনএ পরীক্ষায় অনিচ্ছা, সুভাষচন্দ্র বলতেই কোন কোন দেশের সঙ্গে ভারত মানে ইন্ডিয়ার সম্পর্কের অবনতির জুজু, সুভাষচন্দ্র বলতেই হাজার হাজার ‘না, না, না’এর ভয়কাতর মুখ আর ধারাবাহিক নিশব্দ আক্রমণ...
সুভাষচন্দ্র বলতেই এখনও অনিঃশেষ ভোটব্যাঙ্ক...
সুভাষচন্দ্র বলতেই আমার ব্যক্তিগত ক্লীবতা প্রতিদিনের...
সুভাষচন্দ্র বলতেই মানিআরনামানি ‘কদম কদম বাড়ায়ে যা’ এখনও...
●●●●●●●●●●●●
নেতাজির আইএনএ-র মূলমন্ত্র: ‘ইতমদ, ইত্তেফাক, কুরবানি’।
দেশদ্রোহী মুসলমানরা দেশদ্রোহী নেতাজীর সহায়তায়
মিঞা আকবর শাহ - পঁচাত্তর বছর আগে কলকাতার বাড়ি থেকে সুভাষচন্দ্র যখন ‘মহানিষ্ক্রমণ’ করলেন, পেশওয়ারে তাঁকে যিনি আশ্রয় দেন।
আবিদ হাসান- ইউরোপ থেকে গোপনে এশিয়ার পথে নব্বই দিনের বিপদসঙ্কুল সাবমেরিন যাত্রার সময় ছিলেন নেতাজির একমাত্র সঙ্গী।
মহম্মদ জামান কায়ানি - ইনি ছিলেন আইএনএ-র ফার্স্ট ডিভিশন-এর কম্যান্ডার, উত্তর-পূর্ব ভারত সীমান্তের সেই মহাবীর যোদ্ধা।
শওকত মালিক - ইনি উড়িয়েছিলেন ১৯৪৪ সালে মইরাং-এ ভারতীয় তেরঙা পতাকা।
হবিবুর রহমান - ১৯৪৫ সালে সেই শেষ বিমানযাত্রায় নেতাজির এক ও একমাত্র সঙ্গী ছিলেন ।
ঠিক ৭০ বছর আগে, দিল্লির লালকেল্লায় যখন আইএনএ-র বিচার চলছিল, গোটা দেশ জুড়ে কোন স্লোগানের ঢেউ উঠেছিল? ‘লাল কিলে সে আয়ে আওয়াজ/ সহগল, ধিলোঁ, শাহ নওয়াজ!’
●●●●●●●●●●●
♦♦নেতাজী সুভাষ চন্দ্র বোস যখন
প্রথমবার হিটলারের সঙ্গে দেখা
করতে গেল
তখন হিটলারের লোকেরা তাকে
ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলল।
নেতাজী
বসে বই পড়তে লাগল। হিটলারের
গোটাকয়েক ডুপ্লিকেট সবসময়
হিটলারের
বেশেই থাকত এবং তারাই লোকজনের
সঙ্গে কথা বলত। এমনই একজন এসে
নেতাজীর সঙ্গে কথা বলতে লাগল।
নেতাজী বলল যে সে হিটলারের সঙ্গে
কথা বলতে এসেছে এবং আবার বইয়ে
মনোনিবেশ করল। এভাবে কয়েকজন
নিজেকে হিটলার পরিচয় দিয়ে কথা
বলতে চাইল কিন্তু নেতাজী বইয়েই
মনোনিবেশ করে রইল। এরপর একজন
এসে নেতাজীর কাঁধে হাত রাখল।
সঙ্গে সঙ্গে নেতাজী বলে উঠল
'হিটলার'।
হিটলার অবাক হয়ে বলল: "এর আগে
আমাদের কখনও সাক্ষাৎ হয় নি।
তুমি নিশ্চিতভাবে আমাকে চিনলে
কিভাবে?"
নেতাজী: "যার আওয়াজে ব্রিটীশ
প্রধানমন্ত্রী কাঁপে সেই সুভাষ চন্দ্র
বোসের
কাঁধে হাত রাখার সাহস একমাত্র
হিটলারেরই আছে এমনকি তার
লোকদেরও নাই"
✔✔JAI HIND !!!❄❄
Comments