ফাঁকি
ফাঁকি ____ রা জে ন্দ্র
♡♡♡♡♡♡♡♡♡♡♡
তোমার কাছে আছে সব
শুধু নেই ঐ বুলবুলির ছানা
যে তোমার ঘরের ঘুলঘুলিতে
চুপটি করে এসে বসে
খুদের গন্ধে মাতাল যেমন
এক বুক রোদ মেখে আসে
বৃষ্টিভেজা কানাগলির শেষে
কোনও এক রঙচটা আকাশভাঙা দিনে
যেখানে আজও রামধনুও যখন খুশি মেশে
ও তোমার হাতের তালু চায়
চায় তোমার নরম বুকের ওম
তোমার গালে গাল লাগাতে চায়
আর চায় একটু আলতো আঙুল ছোঁয়া
ওর পালক ওঠা ডানার ক্ষতে
তোমার ঠোঁটের লালচে আভায়
শিউরে ওঠে বুলবুলিটা
যুবক হতে চায় তোমার সুবাসে
আর তুলে নিতে চায় তোমাকে
তার শক্ত পিঠের মজবুত ডানায়
তোমার পরশে সে হয়ে যায়
ফিনিক্স __ ভালোবাসার আগুনপাখি
ও জানে, বিশ্বাস আর ভাবনারা
সবটাই শুধু ওর একার
আর বাকি সবটাই দেদার ফাঁকি
Comments