কিছু Rewritten কবিতা

এক
*****
যতবার ক্লান্ত হয়ে পড়ি
ভাঙতে চাই আত্ম পরিচয়

ভুলে যাই ...
ঘৃণায় নয়, ভালোবাসায়
করতে হবে জয়

তোমার আমার সবার অবক্ষয়
_________________________

দুই
****
চোখের জল এমনই হয় যে
কোনও স্মাইলি দিয়েও
সেই কষ্ট বোঝানো সম্ভব নয়

আমার ভেজা চোখের পাতা
নাই বা দেখালাম তোমায়

বেশ তো আছো
খাচ্ছো ঘুমাচ্ছো
আদরে সোহাগে
ভরে থাকছো খুশীমতো

এমন সোহাগী জীবন ছেড়ে
কেন বারবার আসো
কাছে আমার

এই বুকভাঙা দরবারে
এত কিসের দরকার

জানি না
কি আছে আমার

আর
কীই বা দিতে পারি
আমি তোমাকে

না পেরেছি দিতে তোমাকে রামধনু

না ভিজিয়েছি তোমাকে
আকাশের বুকে
লুকিয়ে রাখা কুয়াশায়

শিলং এর মেঘের ধোঁয়ায়

পাহাড়ী বুনো ঝরণায়

সব সুখ ডুবিয়ে দিক তোমায়

নিয়ে যাক্ কেড়ে
বুক থেকে আমার সবটুকু

হাঁফ ছাড়া
শেষ বেলার নিঃশ্বাসের মতো

আমি জানি
তুমি গোপন মেঘের
না দেখা বিদ্যুৎফলার মতো
একদিন বুক চিরে দেবে আমার

দেখবে সেদিন
ভালোবাসা নিয়ে
কাটাকুটি খেলা বুকে
ঘৃণা আর ভালোবাসা
পাশাপাশি দুটো শব
জমাট বেঁধে আছে
____________________

তিন
*****

সুনাগরিক
--------------
ঝাঁ চকচকে রেস্তোঁরায়
বন্ধ কাঁচের কপালে
এখন আপাততঃ স্ট্রাইক
/
মাছ মাংস পিৎজা পোলাও
বিরিয়ানি কিমাও এখন
জলের দরে গড়াচ্ছে
/
নামজাদা নার্সিংহোমের
হারামজাদারাও আজকাল
পেশেন্ট ফেরাচ্ছে
/
ধার করে টাকা দিয়ে
মরুক না হতভাগ্য রোগী
বিনা চিকিৎসায়
/
ডাক্তারদের এতে
কীই বা আর এসে যায়
/
গাড়ির তেল না ভরলেও
মন কখনো সাঁইবন
কখনো বা নালন্দায়
/
চলো না 'রু' ...
ঘুরতে বেড়াতে যাবো
/
মনের সব প্রয়োজন
রোজ রোজ মেটাবো
/
আর না মিটলেই
ক্ষোভ করে বলবো-
কি হচ্ছে এটা ?
এরই কি নাম আজাদী ?
/
আরে ধুররর্ _
আজাদী ফাজাদি বাদ দাও
/
এখন শুধুই টাকা হাতে
আসার অপেক্ষা
/
সু-সময়টা আসতে দাও
/
সব ভোগ আর দরকারী
অদরকারী কাজ এখন
আটকে আছে উৎকন্ঠায়
/
সুদিন আসছে নাকি দুর্দিন
এর জন্যে এখনো নাকি
বঙ্ আঁতেলরা অপেক্ষায়
/
এসেছে আমার তোমার
সকলের অবাধ স্বাধীনতা
দয়ার দানপত্রে ভিক্ষে করে
/
আর সংবিধানও দিয়েছে
অবাধ বিচরণ অধিকার
কথায় আর কাজে
/
এখন আমরা গরু শুয়োর
মৌলবাদী টিকি দাড়ির তালাক
উগ্রপন্থী হামলা বেকার যন্ত্রণাও
বসেছি একরকম ভুলতে
/
অনেক প্রশ্নচিহ্নের ভীড়েও
ভাবনা শুধু একটাই
/
আমার টাকা আবার আমি
কখন হাতে পাবো
আর খরচ করবো
দুই হাত উপুড় করে
/
সাদা কালো খয়েরী
গোলাপী লাল গেরুয়া
এতসব ভাবার সময়
বা সবুর কোথায়
/
দেশকে কি দিলাম
কি কি দেব বা
কি ভাবে কতটা দেব
এসব তো আজকাল
বই বা ক্লাসনোটেও থাকে না
/
নাগরিক অধিকার সচেতন
আত্মসুখীর দল এখন নেমেছি
পথে ঘাটে এটিএম এর দরজায়
/
কে জানে ...
আবার কখন সরকারের
ভাবনা আর অবস্থান
কখন কি ভাবে বদলায়
_______________________

চার
*****

একরাতের মাদক ঘুম
নিমেষে উবে যায়

পাহাড়ের অতল অন্ধকারে
সীমানারা দিক পাল্টায়

স্থান  কাল  পাত্র
জর্জরিত আপেক্ষিকতায়

ছবি যখন     নেমে আসে মাটিতে
জীবন্ত সাজে ...        বসে .. তাকায় ..
চলাফেরা করে ..       অবস্থান বুঝে
ঘোরে ফেরে ..

অবুঝ অভিমানী মন
অব্যক্ত সংলাপ চিনতে ভুল করে

আত্মমগ্ন অজানা অতীতচারীতায়
নিজেরাই নিজেদের সমাহিত করে

আলুথালু বিন্যাসেও লাগে ঘোর

শব্দেরা ভাষা হারায়

হারায়   চেতনা বোধ

অসম্পূর্ণতা  বড়োই নীরব
প্রতিবাদহীন  প্রত্যাশী

অতিরিক্ত ভালোলাগা
হতে চায় সর্বনাশী

কবিতায়   শব্দে   অনুভূতিতে
জব্দ ভাবনারা যতো

নীরবে একা বেঁচে থাকে
গর্ভসিক্ত অভিমন্যুর মতো

@ রাজেন্দ্র

ঠিকানা - 154, মিশন পাড়া,
রহড়া, কলকাতা - 700118
মোবাইল - 9830202175

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি