কল্পনা মন্ডল
কল্পনা মন্ডল _ রাজেন্দ্র
*********************
ভূতনীর চরে
নেমেছে বন্যার জল
বাঁধের রাস্তা বেয়ে
আসে পিঁপড়েরা ধেয়ে
আসছে হেঁটে ওরা
হাতে হাত ধরে
দুইপেয়ে ঘরপোড়া
লেগেছে কলাই গম
লেগেছে সোনা মুগ
শুকিয়ে আসা হাঁটুভাঙা
ঘোলাটে জলের পাশে
কচুরিপানার ফাঁকে
জমাট বাঁধা সরে
সাদা বক দলে দলে
আগে পিছে ঘুরে ফিরে
খুঁজে ফেরে জীবন রস
বুনো ঝোপের ভিতর
ইঁট ভাঙা পোড় খাওয়া
ফেলে দেওয়া ভাঁটায়
ভূতনীর চরে চেপে ধরে
বুক ভাঙা হতাশ স্বপ্নরা
কল্পনা মন্ডল সবে বত্রিশ
না খেতে পাওয়া কঙ্কালসার
একছেলে দুই মেয়ে
বিধবার একার সংসার
যে কোনও ভাবেই হোক
একটা পাট্টা বড়োই দরকার
দুটো নদী পার হয়ে
আসবে কি তার বিধাতা
আধিকারিক অনিল সরকার
দেহে তার নেই সার
নেই চকচকে জৌলুস
সে কি বেচারী জানে
কি দিলে খুশী হয়
বুভুক্ষু পুরুষ মানুষ
ধূলো জল কাদা ঘেঁটে
দুটো নদী পার করে
ফের ক্রোশ দুই হেঁটে
আসেন তিন বাবু
জল নামা ভূতনীর চরে
একের পর এক
আঁকা বাঁকা কথায়
ঘোল খায়
গরীব বিধবা বেচারী
তার শেষ সম্বল টাও বুঝি
হাতছাড়া হয় এবার
মাঠের উজ্জ্বল রোদে
মাথা ধরে যায় বারবার
তবুও সকালের পান্তার জলে
ঠান্ডা দেহ তার
সমস্ত কিছু দিলেও কি
কাজ হাসিল হবেনা এবার
বুঝতে পারেনি কল্পনা
তার অভাগী কপালে
কি লিখে দেবেন
সরকারী বাবুরা
জানে শুধু একমাত্র বিধাতা
আর জানে অনিল সরকার
@ রাজেন্দ্র, বুধবার
/ 30.11.2017 / 08:02 AM
|| সুপ্রভাত ||
Comments