দীপাবলী

[28/10 6:23 pm] রাজেন্দ্র:

আমার বর্তমানে
অতীত দেখোনা
ভবিষ্যৎ ও নয়

পাটিগণিতের স্যারিডন্
রাখো তুলে
ভবিষ্যতের ভুলে

শুনেছি
ফাঁকিবাজ জোনাকি
আর শ্যামাপোকারা
নাওয়া খাওয়া ভুলে
কোমর বেঁধে যাবে
ভূতচতুর্দশীর রাতে
প্রজাপতির দরবারে

আগামী রাতের
ক্যাসুয়াল ছুটির অছিলায়

( শুভ সন্ধ্যা । সকলকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা )

@  রাজেন্দ্র

[30/10 12:25 pm] রাজেন্দ্র:

তারারা একরাতের ছুটি নিয়ে
এসেছিল নেমে রবিদের ছাদে

শরতের বাড়ির বারান্দায়

কামরুলের গোবর লেপা উঠোনে

তোমার আমার পাড়ার গলিতে

দোকান ঠাসা ফুটপাথে

খুঁটিপোঁতা পিচওঠা রাজপথে

পাতানুদের ভাঙা টালির
চালের গর্ত বেয়ে

শ্যামাদের পুকুরের জল ছুঁয়ে

হরিদের বাঁশবাগানের শিয়ালছানা
মধুদের পোষা বেজির গর্ত বেয়ে

রবুদের আমগাছে শালিকের বাসা
আর শালুক ছাতিমের রেণুর টানে

ভেজা শিশির চোখে
নির্জলা অপুর মায়ের
ছেঁড়া শাড়ির পাড় ভেঙে

থানে হাঁঢ়িকাঠে ঢলে পড়া নিরীহ
গোবেচারি চারপেয়ের
বলির রক্তে ভেসে

মনের সব অন্ধকার মুছে
দিয়েছিল তারা প্রতিশ্রুতি
কানে কানে আগামী বছরের

বারবার বলেছিল
ভালো থাকার কথা
ভালো রাখার কথা

বারুদ গন্ধকের
চোখ জ্বালাপোড়া
অমাবস্যার ঘোরে

- রাজেন্দ্র

(সকলকে আলোর উৎসবের শুভেচ্ছা)

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি