দরবারী কানাড়া
পুরানো তানপুরাটা
রাখা ছিলো এক কোণে
এক যুগ ধরে
জমা পুরু ধূলো মেখে
ঢিলে ঢোলা তারে
বাজেনি প্রিয় রাগিনী
একরাতে এলে ক্ষণপ্রভা
তারগুলো টেনে দিলে
ধূলো মুছে নিলে হাতে
এখন ফুটেছে মঞ্জরী
আবারো একবার
শুনছি কখনো
ভৈরবী আশাবরী
আর ভোর রাতে
দরবারী কানাড়া
Comments