স্বর্ণতন্তু

স্বর্ণতন্তু _ রাজেন্দ্র ভট্টাচার্য্য
--------------------
মিশকালো পূতিগন্ধময় জলে
পচা পাটের জীবন

জানি না
বাঁচতে হবে কতদিন আর

হয়তো একদিন স্বর্ণতন্তু হয়ে
বেরিয়ে আসবে আমার
সমস্ত সার

আর আমি পাটকাঠি স্তূপে
থাকবো হেলায় পড়ে

মাটির উনুনে
ছাই হওয়ার অপেক্ষায়

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি