গোলাপের উত্তরে
গোলাপের উত্তরে _ রাজেন্দ্র
-------------------
-------------------
কেউ তো ভালোবাসেনি
দেয়নি তো কেউ আমায়
তার রক্তহৃদয়ের ছোঁয়া
যা তুমি দিলে অযাচিত
রক্তগোলাপের নিষ্পাপ পাঁপড়ি যতো
জ্বলে ওঠে তোমার আঙুলের আগায়
বুকভাঙা নক্ষত্রের মতো
যতই দীর্ণ আর ক্ষতবিক্ষত
হই না কেন কাঁটার ছোঁয়ায়
তবুও বড় প্রিয় আমার
এই লাল গোলাপ
তোমার ঘামে ভেজা চুল আর
সাদা বেলে সাজানো খোঁপায়
তোমার ক্ষয়ে যাওয়া লিপস্টিকে
রাতভর হারানো চুমুর মতো
এখন শুধু রয়ে গেছি
শুকনো কিছু কালির আঁচড়ে
ছেঁড়া ডায়েরীর নিঃশব্দ পাতায়
Comments