কেন বেঁচে আছি
ভাঙা হিমোগ্লোবিন আর প্লাজমায়
মিশে জেরবার
অক্সিজেন অভাবী ঠুনকো জীবনের রাশ
পাসওয়ার্ড কেটে স্প্যাম মেল ছিঁড়ে
উবে যায় চুমু খাওয়ার আবেগ
লাল মেঘ মুখো সূর্যাস্তের দেশে
বৃষ্টির জলে ঝরা কান্নার ফোঁটা
ভিজিয়ে দেয় হেমন্তের কুয়াশাভরা ওম
একমুঠো আদরের লোভে
আমার একমাত্র দাবী এখন
এগারোটা বছর আগের আমিতে
একবার ফিরে যাওয়া
নিজেকে আয়নার মুখে ফেলে
এবার একটাই প্রশ্ন ___
কেন বেঁচে আছি
Comments