লেখা হয়নি কোনও কাব্য
কলঙ্কিত চাঁদের দাগে
কবিরা হয়নি ক্লান্ত
প্রেমের পাঞ্জাবী পরে
চাঁদের পাহাড় ধরে হেঁটে হেঁটে ক্লান্ত
বিরহিণী আমার জামা শুঁকে শুঁকে কামনা মেটায়
কত ইতর দেশ পার করে এলাম ফোঁটা ফোঁটা ঘামে ভিজে
উদাসী মেহগনির পাতায় আঁকছি তারই ছবি...
একদিন এমনও তো হতে পারে ---তোমার কুঁচকে যাওয়া অশিতিপর ঠোঁটে আমি চুম্বন দিচ্ছি
তাই যৌবনের সব কামনা গুছিয়ে রাখছি
একটাই কথা,সেদিন শুধু আমার কবিতা হয়ে উঠো...
চাঁদের দেশে তুমিই তো হতে পারো একমাত্র কাব্য...
Comments