ভাসতে শিখেছে
মাঝে মধ্যে
যন্ত্রণা বোধের তৃপ্তিও
অবস্থার গুণ বিশেষে
উপভোগ্য হয়
একটু অবসর ভোগের সুবাদে
বেটার হাফের বাঙ্ময় রূপ ধারণও
অসহনীয় বোধ হয়
সাইবেরিয়া গামী বাতাসের সুবাদে
মেঘ ভাঙার আগেই
ভালো সময় পরিযায়ী হয়েছে
এখন কাগজের নৌকা
আর চায়ের পাতারাও
ভাসতে শিখেছে
Comments