শ্রমিক দিবস

শ্রমিক দিবস - আরো একটা ছুটির দিন
---------------------------------------

শেষ কবে দেখেছি কবিতার স্বপ্ন মনে নেই
তবে মনে আছে দেশলাই আবিষ্কর্তার মোজার সাইজ
আর মনে আছে নীলনদের তীরে নীলকুঠি মেমের সূর্যস্নানের কথা
কবে নাগাদ পাঠোদ্ধার হবে হরপ্পা লিপি জানা নেই
তবে জানতে পেরেছি সংবিধানী ধারাপাতের শব্দকল্পদ্রুম্
আর জেনেছি পৃথিবীর যাবতীয় জঞ্জালের ইতিবৃত্ত
বুক পেট এখন মরুময় পামীর মালভূমির প্রশস্ত হিমঘর
ওর ভিতর তুমি পরমাণু বর্জ্যও রেখে দিতে পারো অনায়াসে
বারুদ তো ভিজে গেছে সেই কবেই
আর শ্রমিকেরাও ভুলে গেছে ঝান্ডার কলরব কথা
এখন তো মে দিবস পালন করি ঠান্ডা ঘরে বসে
ফলের রস লস্যি হাতে
কাজু কিসমিস খেতে খেতে

- রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি