চেতনার অবচেতনে

যত দূরেই থাকো,
তবুও আছো আমার
চেতনার অবচেতন
জুড়ে । তোমার
উষ্ণতা, ঘ্রাণ, নিশ্বাস
আর শব্দের স্পন্দন
জেগে থাকে অবিরত ।
মেহেন্দির  সুবাস
তোমার চুলে,
মাদকতায় ডোবে
দেহ মন প্রাণ।
হাজার শব্দের ভিড়েও
চিনি তোমার স্বর,
বন্ধ চোখেও পাই
তোমার ঘ্রাণ,
খুঁজে পাই তোমার
মাধুরী ভালোবাসার
চরম বিশ্বাসে ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি