ব্যঙ্গ বিভীষণ
ব্যঙ্গ বিভীষণ
বঙ্গের ভান্ডারে আজ বিবিধ রতন,
আরাবুল অনুব্রত মনিরুল মদন।
তাপস পালের আজ নাম দিকে দিকে,
কলেজের লেখাপড়া উঠে গেছে শিকে।
মুনমুন সেনের মহানায়িকা কেতাব,
দেব জয় সুবোধের বিশেষ খেতাব।
শিল্প চেয়ে শিল্পী পাই; আর নাচ গান,
মহার্ঘ ভাতা ঝেড়ে অকাতরে দান।
বোমাবাজি তোলাবাজি খুন ধর্ষণ,
হিটলারী দাদাগিরির অবাধ কর্ষণ।
বাংলার মান আজ কোথায় লুটায়?
বিরোধীরা প্রাণ ভয়ে শুকিয়ে গুটায়।
দলতন্ত্র ছিল; আছে আর থেকেও যাবে,
রোজ মরে বেঁচে থাকা কবে টের পাবে?
Comments