অধিকার
সবাই চারপাশে, তবুও
অনেক মানুষের ভিড়ে
তুমি একা, অসহায়।
কোথায় কখন,
তোমার লাঞ্ছনা আর অসম্মান
হবে চোখের পলকে,
সবারই তা অজানা।
তবুও বেরোতে হবে পথে,
মনে সাহস আর
অসম শক্তি নিয়ে।
পথে অনেক বাধা ..
হিংস্র হায়নার ফাঁদ,
নখ আর দাঁতের উত্তেজনায়
আদিম রিপুর তাড়নায় ছোটা
লোভী হাতের থাবা এড়িয়ে,
চলতে হবে বন্ধুর পথ।
তোমার ইচ্ছা এখানে মূল্যহীন।
লজ্জা আমাদের, লজ্জা এ সমাজের।
পশুরা খেতে চায়, শিকার ধরে
মানুষ শখ মেটাতে ধর্ষণ করে।
বিবস্ত্র করে সমাজের বিবেক,
হত্যা করে তোমার আমার
বাঁচার অধিকার।
Comments