রাতের আঁধারে
রাতের আধাঁরে
জেগে থাকি একা,
নিজের অজান্তেই ভাবি,
তোমার সাথে কাটানো
সময়ের মর্মর ধ্বনি।
কষ্ট হলেও শত দুঃখ
যন্ত্রণা দিয়ে অর্জন করি,
লড়াই করে বেঁচে থাকার অভিপ্রায়।
আমি একা হলেও
রক্ত মাংসে গড়া মানুষী।
আমার প্রতিটি বিন্দুতেই
বিধাতার জটিলতম সৃষ্টির প্রকাশ।
অনেক মান - অসম্মান,
অভিমান - ভয়,
ঘৃণা - ভালোবাসা নিয়ে
আমি জেগে আছি...
প্রেম - ভালোবাসা - জীবন
ভোগের চরম প্রতীক্ষায়।
Comments