অথঃ রাজনীতিঃ চরিতম্‌ // রাজেন্দ্র প্রসাদ

অথঃ রাজনীতিঃ চরিতম্‌

আমি অতি নরাধম, অধমের অধম, পাজী-নছ্‌ছার আমি-

আমার দ্বারা ঘটে চলে যত মাস্তানি-গুন্ডামি।

আমি রক্তপিশাচ জানোয়ার, আমি নৃশংস রাক্ষস,

তাইতো আমি সদা পরে চলি ভদ্রতার এক মুখোশ।

ব্যাংকে আমার নামে পড়ে থাকে সহস্র-কোটি টাকা,

ট্যাক্সবাবুরা হানা দিলেও, পাবে তহবিল ফাঁকা।

আমি দুষ্ট-চপল-ভন্ড এবং মহা সেয়ানা খুনী,

কত খুন যে করালাম আমি, তা বলা যাবেনাকো গুনি।

শিকার ও মেয়ে পাচারে নেইকো আমার জুড়ি,

আমার নামে কাঁপে থরথর জোয়ান-বুড়ো-বুড়ি।

দেশ-দুনিয়ার চোরাকারবার, চলে আমার দ্বারা,

শয়তান বলে মাথাটি আমার শয়তান এর কারখানা।

দেশটাকে আমি লুটেপুটে খাব, রাখব আমার দখলে,

ভোটে জিতে দাঁড়াবো বলে ঢুকেছি নোংরা দলে।

রাজনীতি আর নোংরামিতে আমার জুড়ি নাই,

পরের মাথায় হাত বুলিয়ে নিজের দিন চালাই ।।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি