কিছু কথা ২৮ জুলাই
১
অপেক্ষাও একদিন
চরম উপেক্ষায়
নীরবে উদ্বায়ী হয়ে যায়
আসমানী বিষন্নতায়
২
ভাবনারা নির্মম বুদবুদ
এলেও ভেঙেই যায়
অক্ষর বুননে ধরার
অক্ষম চেষ্টায়
৩
নিজেদের মতো করেই
নিজেরা একান্তে নগ্ন হই
কিংবা আনত
কারো না কারোর কাছে
কেউ কেউ খুলে রাখি
যন্ত্রণা অবহেলা
দংশন ক্ষত
৪
লেখা হয়নি
এখনো কোনও কাব্য
কলঙ্কিত চাঁদের দাগে
৫
সীমানারা বদলে গেছে ।
চাকায়
পায়ের পাতায়
পলাশ ভ্রূণ পিষে,
ক্ষতবিক্ষত পথ ঘুরে,
ফিরে গেছে
উদ্বাস্তু ভালোবাসা,
মাদলের ঘোরে
দলে দলে ।
জমাট অন্ধকারে
ফুলদানীর জলে
কাঁটা ভাঙা
নিঃসঙ্গ গোলাপেরা
এখনো
অসময়ে
বিরহের কথা বলে ।
৬
পায়ে পায়ে
ছিটকে যায় সময়
দলবদ্ধ অগণিত কলরব
দূর থেকে ভেসে আসে
বুকে ঝোলানো প্ল্যাকার্ডে
তাদের
ফুটে উঠছে
নাটকীয় সংলাপ
পিশাচের
হাতে চোখে মুখে
বারুদ পোড়া গন্ধ ওদের
বৃষ্টির ফোঁটায়
নিকোটিনের দাগ
মুছে গেলেও
বুলেটের ভয়ে
রাতভর জাগা
মোমবাতি আলোয়
স্মৃতির মন্থনে
ভোর উঠে আসে
৭
সুখের আভিজাত্য মুছে
ঠোঁটের বিপ্রতীপ কোণে
জেগে থাকে
আমাদের নিঃসঙ্গ
ঘরোয়া অবসর
© রাজেন্দ্র
Comments