অব্যক্ত
মেসেঞ্জারে মেসেজ আর হেডফোনে নিশ্বাস ফেলতে থাকা শব্দের আশায়, বেপরোয়া ধুকপুক বুকে, কাঁচাপাকা চুলের গোড়ায়, কাগুজে আইনী উত্তরাধিকার, দাবী–দাওয়ার চাওয়া পাওয়ার খেরো–খাতার ঘর–পরিবার, ধুলো জমাট বাঁধা বইয়ের তাকে তুলে, কাজলমাখা গভীর চোখের তারায়, কান্না জমাট জলের কোলে ভিজতে থাকা মাদক অপেক্ষায়, নদীর মতো একটানা সময় ধুয়ে, বয়ে যায় অতীতের একাকীত্ব ভুলে । জোনাকির আলো ছুঁয়ে, রাতের তারার কাছে একলা যাবো বলে, ক্ষয়িষ্ণু চাঁদের আলোর সিঁড়ি ধরে, তোমার চোখের তারার আলোর অভিমুখে, বাঁধভাঙা হাসির ঝর্ণায়, বিক্ষিপ্ত ভাবনারা একটু একটু করে এগিয়ে যায়, রাতজাগা পাখির মতো, তোমার সুবাসিত উন্মুক্ত চুলের চারপাশের কক্ষপথে ভেসে, প্রদক্ষিণের আশায় ।
Comments