চোখের তারায়
ডুবতে থাকা দিনের আলোয়
ভেসে থাকে মুহূর্তের কোলাজ
টলটলে জলের ভাসায়
এক অসম্ভব অলীক আবেগ
ভেসে ওঠে নীরবে
মায়াবী চোখের তারায়
বিধাতা যেন লিখেছেন
একলা পথ হারানোর কথা
কাজল মায়ায়
শরৎ মেঘের কোলে
পলকহীন চেয়ে থাকা ভালোলাগারা
অসীম অনন্ত হয়ে যায়
© রাজেন্দ্র
Comments