জারণ বিজারণ
জারণ বিজারণ
_____________
ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত
স্বপ্নে বাঁচা থেকে স্বপ্ন ভাঙা পর্যন্ত
রাত থেকে দিন
দিন থেকে রাত
যতই কবিতা গল্প নাটক বা
আর যা কিছু নিয়েই মেতে থাকিনা কেন
একটা কঠিন নির্মম সহজ সত্য
মনের একান্ত গভীর থেকে
বুদবুদের মতো উঠে আসছে বার বার
আমরা সকলেই কম বেশী নিঃসঙ্গ
আর বড্ডো বেশী একা
আর সকলেই কম বেশী
ভালোবাসা নামের অক্সিজেনের অভাবে ধুঁকছে
সকলেরই জীবনে কম বেশী
আরো একজন করে ঘনিষ্ঠ সঙ্গী দরকার
তাই প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী
পাশাপাশি বসে গল্প করে কম
একে অন্যকে আদর সোহাগ করে কম
তার চেয়ে ফেসবুক হোয়াটস অ্যাপে
সময় দেয় অনেক বেশী
কখনো ছেলে মেয়েকে পড়াতে পড়াতে
কখনো রান্না বান্না ঘরকন্না করতে করতে
কখনো রাতের গভীরে বর বা বউ এর পাশে
শুয়ে ঝিমোতে ঝিমোতে
চোখের পাতা ভারী হয়ে এলেও
ভার্চুয়ালের হাজার বন্ধুর হাজারটা পোস্টে
চোখের পাতা ভারী হয়ে
ব্যথা করে না
আমরা সবাই সব জানি বুঝি
সবকিছুতেই সর্বজ্ঞানীর মতো
কিছু না কিছু মতামত দিই
উত্তরের প্রতি উত্তর দিই
কেউ প্রেম ভালোবাসার কথা বললে
মনে মনে নিজের তারিফ আর
তাকে হরেক রকমের উপদেশ দিই
মুখে যতই বলি পরকীয়া ভালো নয়
তবুও মনে মনে না জানি কেন
তাকেই সমর্থন করে বসি
দেহের গোপন থেকে গোপনতম কিছুও
আর গোপন করে রাখতে পারিনা
অন্তর্বাস ন্যাপকিন এবং আরো যা যা কিছু
যা নিয়ে বাপেরা মেয়ের সাথে আর
মায়েরা ছেলের সাথে কথা বলতে পারেনি
সেই হীনমন্যতা কাটিয়ে দেয় একধাক্কায়
একে অন্যকে না দেখার ভার্চুয়াল সাহস
এই সাহসে ভর করে সকলের মনেই
ঘুরঘুর করে গুমরে মরে কিছু শব্দ
ভালোভাসি ভালোবাসি ভালোবাসি
জীবনকে আমি বড্ডো ভালোবাসি
কাঙাল ফকিরের মতো রোজ একটুখানি হলেও
ভালোবাসার মতো দামী ভিক্ষে চাই
ঘরের লোক ভার্চুয়াল হয়ে যায় আর
বাইরের ভার্চুয়াল মনে বাস করে আমার
একাকীত্বের নেশায়
নিজের ছন্দে একলা বাঁচার ঘোরে
এবার হয়তো ছেদ পড়া দরকার
সময় বাঁচলে তার কিছুটা
আদর সোহাগ প্রেমেও দেওয়া দরকার
নয়তো রোবট হয়ে উঠতে
বেশি সময় নেই আর
কবে মরে ছাই হয়ে যাব ঠিক নেই
মরার আগের মুহূর্ত পর্যন্ত
প্রেমের জারণে বিজারণ হওয়া দরকার
@ রাজেন্দ্র
Comments