পেটরোগা মনভোলা বাঙালী
বাঙালি আসলে
বড়োই পেট রোগা
খবর খেয়ে
হজম করার ক্ষমতা
আর স্মরণশক্তি
বড়োই দুর্বল তাদের
সুঁচে ক্ষত বিক্ষত পুরুলিয়ার
কোমল শিশু
না জানি কেমন করে
আদিবাসী কাঠুয়ার মোমবাতি মিছিল ধরে
ভাগাড়ের বাসি মড়া পচা ঘ্রাণ
উপেক্ষা করে
মেট্রোর আদরে চুমুতে এসে
থমকে গেলো দাদু নাতির বিবাদে
শালীনতা শ্লীল অশ্লীল খাদে
নিজের ভাবনাকে নিয়ে যাদের
অসাম্প্রদায়িক ভাবতে
ভরসা হয়না আর
প্রতিবাদ ফেসবুক এ হোক
অথবা আনন্দবাজার
চারদিক জুড়ে শুধু
মিডিয়ারই রমরমা কারবার
দেবতা পোশাক ভাষা
খাবার দাবার
সবই তো আসলে
তোমাকে আমাকে
সুবিধামতো ব্যবহার
তবুও আমাদের ইস্যু চাই
চাই রগরগে রমরমা খবর
যাতে ফেসবুক হোয়াটস অ্যাপ এ
রমরমিয়ে চলতে থাকে
সত্যি মিথ্যের চাপানউতোর
জানি
এখানে কেউ আমরা আর
নিরপেক্ষ রবি ঠাকুর নই
নই বাপুজির মত চির শান্তির পূজারী
তাই কিইই বা এসে যাবে কার
যদি যে যার নিজের মতই হই
@ রাজেন্দ্র ভট্টাচার্য্য
Comments