উষ্ণতা মেপে
২০১৪ সালের মাঝামাঝি থেকে, যখন থেকে আমার লেখার চেষ্টা শুরু, তখনকার একটা লেখা খুঁজে পেলাম গতরাতে পুরানো ডায়েরীর পাতায় ___
হিমেল রাতের অসহায় একাকীত্বে
বুঁজে রাখো কাজল হরিণী চোখ
লেপের ওমে একলা কেন জাগা
উষ্ণতা মেপে একটু আদর হোক
(C) রাজেন্দ্র
Comments