ডাউন কৃষ্ণনগর সিটি লোকাল

সবুজ পতাকা নড়তে দেখে

সাইনবোর্ডে ডিজিটালি ভাসা

তিন ..   এক ..   আট ..   দুই ..   সাত ..

ডাউন কৃষ্ণনগর সিটি লোকাল

অনেকটা ভীড় তুলে

অপেক্ষা ঢেউ এ সাঁতার কেটে

তেল চকচকে রেল লাইন

ঘষটে ঘষটে বিকট যান্ত্রিক শব্দে

আলো জ্বেলে চলে গেলে

আবার ঘন্টাখানেক চুপচাপ বসে থাকা

আলো রোদ ছায়া আর

লাউডস্পিকারের উপেক্ষা মেখে

@ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি