আলোক বিন্দুর অপেক্ষায়
তবুও তো
জোনাকির আলো মেখে
কাটাকুটি খেলি
কাগজে কলমে
রাত জাগা অপলক
কাজল ভাঙা
একলা তারার দিকে
বিরামহীন বিশ্রামে
চুপটি করে চেয়ে থাকি
অযুত কোটি আলোকবর্ষ ছুঁয়ে
আমার ঠোঁটের কোণ ঘেঁষে
ভেসে আসা একফোঁটা
আলোক বিন্দুর অপেক্ষায়
@ রাজেন্দ্র
Comments