তুমি কার নেতা

তুমি কার নেতা - রাজেন্দ্র

###############

অবনত হও

আরো নত হও

আর উটপাখির মতো
মুখ তুলে গট গট করে হেঁটো না

সহজ সরল বিশ্বাস ভাঙানো
ভুল পথে চালিত করা
হাব ভাব দেখানো নেতা তুমি

ভুলে যেওনা

একটা ক্ষয়াটে হলুদ চাঁদের
মরে যাওয়া অন্ধকার আলোয়
আবছা আপাতঃ দৃশ্যমান
সংগঠনের অংশের
আংশিক ছায়া তুমি

বটবৃক্ষ নও

নও তুমি জল মাটি বাতাস

নও তুমি বেঁচে থাকার
একমাত্র রসদ

তোমার কাজকর্মেরাও
তোমার মতই স্বার্থপর
আর তোমার মতোই একান্ত আপন

সহজ স্বাভাবিক ভাবেই
আখেরটুকু গুছিয়ে নেওয়া
রসটুকু নিংড়ে নেওয়া

একে তাকে ধরে
অপরকে বঞ্চিত করে

ছলে বলে কৌশলে

ঘরের কাছে যে কোন ভাবে
কঠিন আঠার মতো টিঁকে যাওয়া

তোমাকে ঘৃণা করে "ছিঃ" বলে
থুতু ফেলি নেতা

ছিঃ

লজ্জা করেনা তোমার
নিজেকে নেতা বলতে

মনে মুখে বিপরীত মেরু হতে

তোমার কথা ভাবলেই
কেন ঘৃণা হয় আমার

কেন বমির ফোয়ারা
উঠে আসে মুখে

আর কিছু লিখলেই দেখি
জ্বালা ধরে তোমার মত
বাদবাকী নেতাদের
বরফ শীতল
"মুরোদ" হীন বুকে

আর কতকাল গ্যাঁট হয়ে
কুনোব্যাঙের মতো ঘরে বসে
ঘরের খেয়ে রাজনীতির মোষ তাড়াবে

তুমি তো আসলে একটা চরম ধান্দাবাজ

শুধুই তো একে ওকে তাকে
হাতে পায়ে বা অন্যকোথাও ধরে
নিজের পিঠ বাঁচাও

এবার তো আর নিস্তার নেই তোমার
আর তোমার মত বাদ বাকী নেতার

হাড়ে হাড়ে চিনে ফেলছি
তোমার মুখোশধারী স্বরূপ আমরাও

এখন যেমন করেই হোক
সম্ভব হলে আয়নার সামনে বসে
নিজের নোংরা মুখটা পাল্টাও

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি