ভাবনার মৃত্যু

ভাবনার মৃত্যু নেই,
নেই কর্মেরও,
যদি তারা এক হয় ।

ভাবনারা আসে যায়,
ডুবে যায়, ভেসে যায়,
বুদ্বুদ্ ফেটে যায় ।

ভোর রাতে বেঁচে ওঠে,
রাত শেষে মরে যায় ।

- রাজেন্দ্র ভট্টাচার্য্য  (প্রকাশিত)

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি