একমাত্র জানেন কবি ABP
ভূমধ্যসাগরীয় ঠিকানায় _ রাজেন্দ্র
-------------------------
উদ্দেশ্য বিধেয় কর্তা কর্ম
বদলে যায়
ভাবনারাও মুখোমুখি
মিলে মিশে দিক পাল্টায়
উদ্বায়ী মেঘের নিরুদ্দেশে
ভেঙে পড়ে আকাশ
তালগাছের মাথায়
বাবুইয়ের একলা বাঁচা
ভূমধ্যসাগরীয় ঠিকানায়
রাত জাগা পাখিরা
বিপ্রতীপ কোণে
আয়েসে চুমু খায়
আর কে কাকে কতটা
কাছে পেতে চায়
একান্তে জানতে চায়
একমাত্র জানেন কবি
কেমন করে ভেসে গেছে
বেহুলার একঘরে ভালোবাসা
দ্বাদশীর বৈষ্ণবী রাগে
গাঙুরের আনন্দ ভেলায়
@ রাজেন্দ্র / ১৯.০৬.২০১৭
Comments