চার হাজারি জুতো

চার হাজারি জুতো
তিন হাজারি পোষাক
কখনো বেশ মানিয়ে যায়
সোনালী রূপোলী চশমায়
\
মানিয়ে যায় ক্লাব গলফ্
নবাবী নীল আলোয়
\
রাতের গভীরে
স্কচের ঘন চুমুক আর
চোখ ঠিকরানো পেয়ালায়
\
ঠান্ডা ঘরের বহুমাত্রিক খোপ
হেলান চেয়ারে টানটান
মানুষ যখন একলা বসে
পাতা চা'য়ে মুখ ডোবায়
\
মনে হয় একবার
হিঁচড়ে টেনে ধরে এনাদের
নিয়ে যাওয়া দরকার
\
হলুদ সাদা বালির উপর
সবুজ দ্বীপের চরে
\
যেখানে এখনো রোজ
আভোগী আতপ গন্ধ মেখে
মাদুর পেতে শুয়ে থাকে মা
চাদর মুড়িয়ে পুরানো মাটির ঘরে
\
অমাবস্যার চাঁদ আর
ধুয়ে যাওয়া স্বপ্নরা
দুই হাতে শামুক কুড়ায়

(C) রা জে ন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি