পাপ

পাপ তো একটু হবেই - রা জে ন্দ্র
-------------------------------------------
ঈশ্বরও নাকি
সাপ্লিমেন্ট ভেবে
খেয়েছিলেন ফল জ্ঞানবৃক্ষের

নইলে কেন তিনি সেবা নেবেন
খাবি খাওয়া মরণশীল মূর্খের

মনে হয়
ঈশ্বরের লোভ হয়নি কখনো

তবুও তো তিনি খান
ঘুমান সেবা পান

চারদেওয়াল ধূপ
মোমবাতি ঘেরাটোপে
দর্শনের ভি.আই.পি লাইন
বিলি হয় উচ্চমূল্য ধরে

মন কেনা বেচা
ক্ষমতার প্রতিযোগিতা
নির্লজ্জ উৎসাহে চলে
লোভী কুৎসিত হাতে

ভ্রান্ত ঈভও একদিন
খেয়েছিলেন ফল রসের বশে

শুনেছিলেন হিসহিসে শয়তানী বানী
কানে কানে

কামড়েছিল আদমও সেইদিন
আপেলখানা সঙ্গম সুখে

বেচারা ঈশ্বরও এখন
খাচ্ছেন আঙুর পাপীর হাতে
স্থাবর সম্পদ ভোগে

স্বর্গচ্যূতি তো হয়েছে ওনারও
মানসিক বিকার ঘোর রোগে

পাপক্ষয় - লাভ - জয়
সবেতেই ভোগ পান নির্বিষ ঈশ্বর

জন্মান্তর কর্মফলে চাকা ঘোরে
ভোগবাদী নশ্বর

যত অর্বুদ কোটি মন

তত কোটি ভাবের
অক্লান্ত একান্ত বিচরণ

অমৃতের সবটুকু তো
বিলিয়েছে সেই কবেই

অলক্ষীর নজর পেতে
পাপ তো একটু হবেই

© রা জে ন্দ্র

// একুশে ফেব্রুয়ারী, 2017

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি