জয়াশিস দার কবিতা
অলীক সন্ধ্যাপট, ভেসে যাওয়া শিখিয়েছে ঘুড়ি
অনাবশ্যক। তবু পাখিদের ফেরাটা জরুরী
এখনো যুবক তার চোখের কাজল ছুঁয়ে যায়
বইয়ের গন্ধ ভাসে। বন্ধুরা কবিতা বানায়
সে কবিতা চুলে বেঁধে সাজিয়েছে বইমেলা নীরা
ফিরতে চায়নি। তবু অভ্যাসে ফিরেছে পাখিরা.....
@ জয়াশিস ঘোষ
Comments