বোঝার ভুল

বোঝার ভুল __ রাজেন্দ্র
-------------------------------------

পাতার ফাঁকে ঠিকরে আসা
ইঁট পাতা বেঞ্চ সাজানো পথে

পোষ্টের আবছা আলোয়

খোলা চুলে ভাসা ভাসা
শ্যাম্পূর মাদকতা ভালো

নাকি

পেয়ালার তলানি পড়ে থাকা
স্কচের উগ্রতার নিরাপদ আশ্রয়

তা জানে

রাতের জলে ভাসা ভুটভুটি

আর জানে

ওই পাড়ের জলে ভেসে থাকা
উদাসী নরম আলো

|
|

জানি

গভীর চোখে লেগে থাকা
মুহূর্তের ভালোলাগা

আর লেপ্টে থাকা স্কার্ফে

দুরদুর করে বুকখানা
মুঠোফোনের ভেসে আসা কলে

আঙুলে নেলপালিশের ছোঁয়া

আর ওপারে চেয়ে থাকা
হরিণীর আধাখোলা চোখে

স্বপ্নরা আসা যাওয়া করে

জড়ো করা কাগজ আর
জ্বলে ওঠা পাতার ধোঁয়ায়

মনের সাথে মন
এখনো একলা কথা বলে

|
|

পাওয়া না পাওয়ার ঘোর
আর জীবনে কতটা কী ভালো

এসব আকাট ভাবনারা
খেয়ে নিয়েছে অনেকটা অবসর
চারদেওয়ালে কংক্রীট ঘরাটোপে

যতবার পাহাড়ের কোলে
জেগে থাকা সূর্য্যের উঁকি
মাতিয়ে রাখে আমাদের

আর ভাঙা ফ্রেম
ক্যামেরা লেন্স বদলে চলে
জীবনের সব না দেখার কথা

জীবনকে খুঁজে ফেরা
ছোট্ট কুকুর ছানার মতোন
ঘ্রাণ নিতে নিতে
জীবনকে ঘষে মেজে

গভীর রাতে গুটুলি পাকিয়ে
জড়াজড়ি করে শুয়ে থেকেও
একলা বাঁচে না ওরা

লেপ তোষকের নীচে
গরম তালুর ওমে
সার্টিফিকেটে শিক্ষিত সেজে

|
|

বুকভাঙা শালিকের আর্তনাদ
আজও দেয়নি মুছে

পারফিউম স্নিগ্ধ সুবাস

কখনো ভিজে ওঠে মন

কখনো বা বুকের
পেকে ওঠা চুলে

নতুন ভাঙা অন্তর্বাস

|
|

মন বলে

রাতের একলা তারাই একমাত্র জানে

মুগ্ধতা আর ভালোবাসায়
তোমাকে বারবার হারানোর মানে

@ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি