শহীদ ___ Anonymous
শহীদ ____
শেষযাত্রায় সঙ্গী হয়েছে দেশ,
জন্মভূমির মাটি লেগে আছে বুটে...
যুদ্ধের রং সাদায় নিরুদ্দেশ,
হাওয়া ছুটে আসে শহিদের দেহ ছুঁতে।
কাঁধ বাড়িয়েছে একশো তিরিশ কোটি।
সকলের কাঁধই একটু একটু ভার...
বেঁচে থাকে যেন সন্তানসন্ততি
তাদেরও তো কিছু গল্পের দরকার
আমার শহরে গাড়ির শব্দে রাত।
আমার শহরে জঙ্গি বলতে রোদ।
আমি তো জেনেছি, যুদ্ধের মানে ভাত।
আমি তো দেখেছি, লেখা মানে প্রতিশোধ।
এসবের চেয়ে বহুদূরে যারা লড়ে,
তারা ছুটে যায় শেষ বুলেটের টানে –
আমরা বুঝি না কতটা ঝাপটা ঝড়ে
শহিদের প্রিয় বাতাসই কেবল জানে।
একরোখা নাভি অশোকচক্রে ঢাকা
আরেকটু দূরে আগুন অপেক্ষায়...
শববাহী গাড়ি থামিয়ে দিচ্ছে চাকা
সেও যুদ্ধের শেষ দেখে যেতে চায়।
শোক নয় আজ। বরং গর্ব হোক।
আজকের রাত কেনা হল বহু দামে
কোনও কোনও দিন মৃত্যুও সার্থক...
সূর্য উঠুক পাঠানকোটের নামে।
- Anonymous Poet
Comments