সময়ে অসময়ে
ভাবনারা আঁকড়ে ধরে
মাছের আঁশের মতো
সময়ে অসময়ে
আঁশ তো ছাড়ানো হয়
প্রতিবার ব্যারন বারের
নীলচে আলোছায়া জালে
তবুও
পুরানো চাওয়ার ঘেরাটোপে
গন্ধরা লেপ্টেই থাকে
কুহকী মায়ায়
দরমা কাটা হুলো বিড়াল
স্বভাবে বাইরে চরে
কখনো বা হতাশায় মরে
কখনো পাতের মাছ
কখনও বা
পোষা পায়রা ধরে
Comments