সুনীল দার কবিতা

অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ ।
কিন্তু পাহাড় কে বিক্রি
করে তা জানি না ।
যদি তার দেখা পেতাম ,
দামের জন্য আটকাতো না
আমার নিজস্ব
একটা নদী আছে ,
সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে ।

         সুনীল গঙ্গ্যোপাধ্যায় ...

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি